ক্যান্সারে আক্রান্ত দিনমজুর জয়নালকে বাঁচাতে বিত্তশালীরা এগিয়ে আসার আহবান
কানাইঘাট উপজেলার ১ নং মমতাজগঞ্জ ইউনিয়নের এরালিগুল গ্রামের আব্দুল মুতলিবের ছেলে দিনমজুর জয়নাল আবেদীন (২৮) মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছে। এক বছর পূর্বে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সে ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসক ডা: আবুল হাসনাতের স্মরণাপন্ন হলে তখন তার ডান পায়ের হাঁটুতে ক্যান্সার ধরা পড়ে। সে বর্তমানে সিলেট নগরীর সোবহানীঘাটস্থ ওয়ার্ল্ড কিং হারবাল মেডিকেল সেন্টারের চিকিৎসক হাকীম ডা: এম এ মন্নান রাজার অধীনে চিকিৎসাধীন রয়েছে। সে একটি দরিদ্র পরিবারের সন্তান। তাকে সুস্থ করে তুলতে বহু টাকার প্রয়োজন। জয়নাল অসুস্থ হয়ে পড়ায় কোনো কাজকর্মও করতে পারছে না। খুবই দুঃখ-কষ্টে তার পরিবার পরিজন চলছে। চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পারায় এখন সে দিশেহারা। সমাজের বিত্তশালী ব্যক্তিগণ দিন দরিদ্র জয়নালকে সহযোগিতার হাত সম্প্রসারিত করলে তাকে বাঁচিয়ে রাখা সম্ভব বলে অভিজ্ঞ মহলের অভিমত। বিত্তশালী ব্যক্তিগণ জয়নাল আবেদীনের চিকিৎসার জন্য সাউথ ইষ্ট ব্যাংক, বন্দরবাজার শাখা, সিলেট একাউন্ট নং ০০১২১০০০৪৭৩৫০ এ অর্থ পাঠাতে পারেন। বিজ্ঞপ্তি