বিয়ানীবাজারে মহিলা মাদ্রাসায় কীটনাশকের গন্ধে ১৫ শিক্ষার্থী আহত
বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজারে কীটনাশক জাতীয় পদার্থের বিষাক্ত গন্ধে ১৫ মাদ্রাসা শিক্ষার্থী আহত হয়েছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার দুপুরে গুরুতর আহত ৪ শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। উপজেলার মাথিউরা জালালিয়া মহিলা মাদ্রাসায় দুপুরের দিকে এ ঘটনা ঘটে। মানবদেহের জন্য ক্ষতিকর এ কীটনাশক পদার্থ কিভাবে মাদ্রাসার ভেতরে এলো তা জানাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।
মাদ্রাসা সূত্রে জানা যায়, মাদ্রসার অষ্টম শ্রেণী কক্ষের বাইরে কীটনাশক জাতীয় পদার্থের একটি বোতল থেকে কীটনাশক নির্গত হয়ে বিষাক্ত গন্ধ ছড়ায়। কীটনাশকের গ্যাসে আক্রান্ত হয়ে মাদ্রাসার অষ্টম শ্রেণীর ৬ শিক্ষার্থীসহ কমপক্ষে ১৫জন আহত হয়। আহতদের মধ্যে সুমানা বেগম, আফনাসা বেগম, জেবু আক্তার ও সুমাইয়া আক্তারকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে। কীট নাশকের গ্যাসের প্রভাবে আহতদের কয়েকজন অজ্ঞান হয়ে পড়ে, অন্যরা বমি ও মাথা ব্যথায় আক্রান্ত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মোহন লাল পাল বলেন, কীটনাশকের গ্যাসের প্রভাবে এসব শিক্ষার্থীরা আক্রান্ত হয়েছে। সাথে সাথে চিকিৎসা প্রদান করায় তারা আশংকা মুক্ত।
মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে ১২টার দিকে মাদ্রাসা ছুটি দেয়া হয়। আহত ১৫জন শিক্ষার্থীদের মধ্যে চারজনকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অন্যরা বাড়ি ফিরে গেলেও তারা সুস্থ রয়েছে। কিভাবে মাদ্রাসার ভেতরে কীট নাশকের বোতলটি এসেছে বুঝতে পারছি না। বিষয়টি নিয়ে পরিচালণা পর্ষদের সাথে আলোচনা করবো। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ বলেন, এ ঘটনায় গতকাল বিকাল পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেনি।