জকিগঞ্জের ৬৩০ শিক্ষার্থীকে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট্রের বৃত্তি প্রদান

zakigonj pic 22.01.15জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের প্রাথমিক ও মাধ্যমিক স্থরের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। ছয় দিনের এ বৃত্তি প্রদান শুরু হয় গত শনিবার। এ বছর জকিগঞ্জ কানাইঘাটের ৬৩০ জন শিক্ষার্থীর মধ্যে সনদপত্র ছাড়াও সাড়ে পাঁচ লক্ষ টাকার বৃত্তি প্রদান করা হয়। এ ছাড়া ২০১৪ সালে অবসরে যাওয়া চারজন শিক্ষক এবং কর্মচারীকেও এবার সম্মাননা জানানো হয়েছে।
বৃহস্পতিবার জোবেদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও ট্রাস্ট্রের সহকারি সচিব শুভ্র কান্তি দাসের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ট্রাস্ট্রি বোর্ডের সদস্য খায়রুল আলম, প্রতিবেদন পাঠ করেন ট্রাস্ট্রের পরীক্ষা নিয়ন্ত্রক কুতুব উদ্দিন, বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, অধ্যক্ষ আজির উদ্দিন,অধ্যাপক হরিপদ দত্ত, প্রভাষক খালেদ মহিউদ্দিন, আজিজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাহতাব আহমদ প্রমুখ। শনিবার জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে, রবিবার গুরুসদয় স্কুল এন্ড কলেজে, সোমবার লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজে, মঙ্গলবার সড়কের বাজার হাই স্কুলে, বুধবার হাফিজ মজুমদার বিদ্যানিকেতনে আনুষ্ঠানিকভাবে এ বৃত্তি প্রদান করা হয়। এসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার একেএম ফজলুর রহমান, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক এম তাজিম উদ্দিন, ট্রাস্টের সচিব জকিগঞ্জ উপজেলা আয়োমীলীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধূরী, অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল, অধ্যক্ষ জালাল আহমদ, অধ্যক্ষ বিবেক বিহারী বিশ্বাস, অধ্যক্ষ আব্দুল বাসিত খান, সাংবাদিক আল মামুন, প্রধান শিক্ষক শাব্বির আহমদ, মাহফুজুল হক, জুলকারনাইন লস্কর, এবাদুর রহমান প্রমুখ। এ বছর সম্মাননা প্রাপ্তরা হলেন সাবেক প্রধান শিক্ষক ফখরুন্নেসা খানম, সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মরহুম জমির উদ্দিন, শাহবাগ স্কুল এন্ড কলেজের শিক্ষক ফখর উদ্দিন, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী বখতিয়ার উদ্দিন। উল্লেখ্য ১৯৮৫ সালে প্রতিষ্ঠার পর থেকে এ ট্রাস্ট জকিগঞ্জ কানাইঘাটের ১১টি ইউনিয়নের প্রায় দশ হাজার শিক্ষার্থীকে এক কোটি টাকার বৃত্তি প্রদান করেছে। সাবেক সংসদ সদস্য পূবালী ব্যাংকের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার এ ট্রাস্টের প্রতিষ্ঠিাতা।