তাহিরপুর সীমান্তে অর্ধলক্ষ টাকার অবৈধ কয়লা আটক
কামাল হোসেন,তাহিরপুর: সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্তে অর্ধলক্ষ টাকা মূল্যের অবৈধ কয়লা আটক করেছে বিজিবি। আটককৃত কয়লার পরিমান ৫মেট্রিকটন। বিজিবি ও স্থানীয়রা জানায়,গতকাল বৃহস্পতিবার ভোররাতে চাঁরাগাঁও সীমান্তের বাঁশতলা এলাকা দিয়ে আজাদ মিয়া ও ফরিদ মিয়ার নেতৃত্বে রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাইপথে কয়লা পাচাঁরের সময় চাঁরাগাঁও বিজিবি ক্যাম্প কমান্ডার হাজী মহসিন অভিযান চালিয়ে ৫টন কয়লা আটক করেন। এসময় বিজিবির ধাওয়া খেয়ে মোটর সাইকেল যোগে আজাদ মিয়া পালিয়ে যায়। এব্যাপারে সুনামগঞ্জ ৮বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন বলেন,চোরাচালান প্রতিরোধ করাসহ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।