জকিগঞ্জ-সিলেট সড়কে শিবিরের ভাঙ্গচুর আগুন
জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জ-সিলেট রোডের সড়কের বাজার ও পশ্চিম ঈদগাহ নামকস্থানে সোমবার রাত সাড়ে নয়টায় জামায়াত-শিবির কর্মীরা তিন দফায় যানবাহনে ভাংচুর ও একটি বিস্কুট বহনকারী কভার্ড ভ্যানে আগুন দেয়।
প্রত্যক্ষদর্শী সুলতানপুর ইউপি চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল জানান, হঠাৎ করে জামায়াত-শিবির কর্মীরা যানবাহন থামিয়ে ভাংচুর শুরু করে। এসময় একটি কভার্ড ভ্যানও তাদের আগুন পুড়ে ছাই হয়েছে।