লিফলেট বিতরণকালে এনডিএফ’র তিনকর্মী আওয়ামী যুবলীগের হাতে লাঞ্চিত

প্রতিবাদ সমাবেশেও পুলিশের বাঁধা

২৭ ফেব্রুয়ারি এনডিএফ’র কেন্দ্রীয় সমাবেশের প্রচারপত্র বিলি করতে গেলে আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের হাতে এনডিএফ ঢাকা নগরীর ধানমন্ডি এলাকায় তিনজন কর্মী লাঞ্চিত হয়েছেন। জাতীয় প্রেসকাবের সামনে সংগঠনের পূর্বঘোষিত এক সমাবেশে এনডিএফ’র নেতাকর্মিরা প্রচারপত্র বিতরণ করতে গেলে এ ঘটনা ঘটে। প্রতিবাদ সমাবেশ করতে গেলেও বাঁধা দেয় নগর পুলিশ। সরকারী দলের পক্ষ নিয়ে পুলিশ এনডিএফ’র কর্মি জুয়েল, জহির ও নিজামকে গ্রেফতার করে। উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট- এনডিএফ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায়, সাধারণ সম্পাদক জয়দীপ দাস চম্পু। নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বলেন সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও কাজে স্বৈরাচারী ভূমিকা পালন করছে। নেতৃবৃন্দ গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। বিজ্ঞপ্তি