তাহিরপুরে মল্লিকপুর প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন প্রদান
কামাল হোসেন,তাহিরপুর(সুনামগঞ্জ)
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মল্লিকপুর প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন সেবা প্রদন সম্পন্ন। জানাযায়, ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিবর্তনের জন্য চাই শিক্ষা সংগঠনের আহবায়ক ও সংগঠক এ এইচ এম হুমায়ুন মল্লিকের আয়োজনে এবং উপজেলা স্বস্থ্য কমপ্লেক্স এর সহযোগিতায় মল্লিকপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক দিনের স্বাস্থ্য শিক্ষা, চিকিৎসা সেবা ও পরার্মশ সহ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন গতকাল মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ সময় তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কারুজ্জামান কামরুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন ও উপজেলা স্বাস্থ্য পপকর্মকর্তা আবুল হোসেন আনসারী আনুষ্টানিকভাবে উদ্বোধন করেন। পরে তাহিরপুর উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার আসাদ সিকদার, সহকারী মেডিকেল অফিসার ডাঃ মহি উদ্দিন বিপ্লব, ডাঃ ফয়েজ আহমেদ নুরি সকাল.৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মল্লিকপু, বাদাঘাট, লামাপাড়া, নুরপুর, ননাই, ভোলাখালীসহ আশপাশের প্রায় ১০/১২ টি গ্রামের প্রায় ৪ শতাধিক শিশু-কিশোর, নারী-পুরুষকে বিনামালে্যূ পরার্মশ ঔষুধ প্রদান করে। এ সময় উপস্তিত ছিলেন, বাদাঘাট ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, এফ আই ভি ডি ভির তাহিরপুর উপজেলা সমন্নায়কারী ফারুক আহমদ, বিদ্যালয়ের জমিদাতা আহাম্মদ মল্লিক, তাহিরপুর উপজেলা,প্রেস কাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামাল হোসেন, সাংবাদিক সামায়ুন আহমেদ, তাহিরপুর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহাবুব মল্লিক,তাহিরপুর উপজেলা ফারিয়ার সভাপতি ও সাংবাদিক সোহেল আহমদ সাজু প্রমূখ।