মদন মোহন কলেজ ছাত্রদল নেতা সিহাব খানকে গ্রেফতারে সিলেট জেলা ও মহানগর বিএনপির নিন্দা
সিলেট মদন মোহন বিশ্ব বিদ্যালয় কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সিহাব খানকে মিছিল থেকে ফেরার পথে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। অবিলম্বে সিহাব খান সহ আটক সকল নেতাকর্মীদের মুক্তির দাবী জানান নেতৃবন্দ। এছাড়াও সারাদেশের ন্যায় গোটা সিলেট জুড়ে বিএনপি অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের গণগ্রেফতার, বাসা-বাড়ী, অফিস ও ব্যাবসা প্রতিষ্ঠানে তল্লাশীর নামে পুলিশী হয়রানীরও নিন্দা জানান তারা। উল্লেখ্য- রবিবার ছাত্রদলে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল শেষে বাসায় ফেরার পথে সিহাব খানকে আটক করে পুলিশ।
নেতৃবৃন্দ বলেন, মানুষের জানমালের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর কতিপয় অতিউৎসাহী সদস্য সাধারন মানুষের কাছে মুর্তিমান আতংকের মত সৃষ্টি হয়েছেন। এই অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারিবাহিনীর ভাবমুর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে। অবৈধ সরকারের দালালী ছেড়ে জনগনের কল্যানে কাজ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।
গতকাল রোববার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ এই নিন্দা জানান। বিবৃতি প্রদান করেন-
জেলা বিএনপি:
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট নুরুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুল গাফফার, যুগ্ম আহ্বায়ক আবুল কাহের চৌধুরী শামীম, যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, এডভোকেট সামসুজ্জামান জামান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ও যুগ্ম আহ্বায়ক এমরান আহমদ চৌধুরী।
মহানগর বিএনপি:
সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব এম.এ হক, সাবেক সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক মকসুদ আলী, আজমল বখত্ চৌধুরী সাদেক, হুমায়ুন কবির শাহীন, রেজাউল হাসান কয়েস লোদী, মিফতাহ সিদ্দীকি, সৈয়দ মিসবাহ উদ্দিন, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, সৈয়দ তৌফিকুল হাদী, ডা: নাজমুল ইসলাম, এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, রেজাউল করিম আলো, আব্দুল জব্বার তুতু, মুকুল মোর্শেদ ও এডভোকেট জাহেদুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি