বন্দরবাজারে শিবিরের ককটেল বিস্ফোরণ, ভাঙচুর
সুরমা টাইমস ডেস্কঃ নগরীর বন্দরবাজারে শিবির নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ সময় তারা একটি সিএনজি চালিত অটোরিকশার গ্লাস ভাঙচুর করে। বুধবার বেলা ২টার দিকে বন্দরবাজার হকার পয়েন্টের কাছে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বেলা ২টার দিকে কয়েকজন শিবির নেতাকর্মী পরপর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়। পরে তারা একটি সিএসজি চালিত অটোরিকশা ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
কোতোয়ালী থানার ওসি আসাদুজ্জামান জানান, কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে শিবির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।