ব্যবসায়ী ভাইদের প্রতি সিলেট জেলা ও মহানগর বিএনপির আহবান ও অনুরোধ
সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ আহবান ও অনুরোধ জানিযে বলেন, সিলেটের সর্বস্থরের ব্যবসায়ী ভাইরা আপনারা জানেন গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষা আন্দোলন সংগ্রাম চলছে তাই দেশের বৃহত্তর স্বার্থে আপনাদের মার্কেট ও শপিং মল গুলো হরতাল চলাকালের বন্ধ রেখে ভোটার অধিকার রক্ষা আন্দোলনে শরিক হওয়ার জন্য উদাত্ত অনুরোধ জানাচ্ছি।
আমারা গণতন্ত্র ফিরে পাওয়ার আন্দোলন সংগ্রামের সফল হতে চলছে এই মুহুর্তে আপনাদের সার্বিক সহযোগিতার প্রযোজন অচিরে দেশ ও জাতি তাদের ভোটের অধিকার আন্দোলনে সাফল্য অর্জন করবে। আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহবান ও অনুরোধ আপনাদের মার্কেট ও শপিং মল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রখে দেশের এই মহাসংকটে দেশবাসীকে সহযোগিতা করুণ। আমরা জানি প্রশাসনের কিছু কর্মকর্তা দিয়ে সরকার চাপ প্রয়োগ করছে ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখার জন্য প্রয়োজনে প্রশাসনের কিছু অতি উৎসাহি কর্মকর্তা হুমকি প্রদান করছে ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখার জন্য, তা না হলে ব্যবসা প্রতিষ্ঠানের লাইন্সেস বাতিল করা হবে। আপনাদের কে আওয়ামীলীগের অতীত ইতিহাস অবলোকন করার জন্য আবার অনুরোধ জানাচ্ছি। সিলেটের সর্বস্থরের ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের অবগতির জন্য আপনাদের সচেতনতার লক্ষ্যে বলছি যদি কোন অপ্রীতিকর ঘটনা ঘটে তার দায়বার বিরোধী দল নেবে না, তার সকল দায়বার বর্তমান অবৈধ সরকারের উপর বর্তাবে। বিজ্ঞপ্তি