বিশ্বনাথে প্রবাসী ওয়ারিছ আলীর দাফন সম্পন্ন প্রেসকাবের শোক
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক পশ্চিম শ্বাসরাম গ্রামে জন্মগ্রহনকারী আলহাজ্ব মো. ওয়ারিছ আলীর দাফন গতকাল রবিবার বেলা দুইটায় অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজে ইমামতি করেন সিলেট নগরের শাহী ঈদগাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আতিকুর রহমান। জানাযার পূর্বে বক্তব্য রাখেন মরহুমের বড় ভাই আলহাজ্ব মো. ওয়াছিদ আলী, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ছয়ফুল হক। জানাযার নামাজে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। জানাযার নামাজ শেষে মরহুম ওয়ারিছ আলী কে পশ্চিম শ্বাসরাম গ্রামস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মো. ওয়ারিছ আলী গত শনিবার সকাল ১০ টায় ঢাকার একটি প্রাইভেট কিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। ইন্না….রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে মো. ওয়ারিছ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ প্রেসকাবের সভাপতি মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামালউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, কার্যকরী কমিটির সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ, শহিদুর রহমান, সদস্য আব্দুস সালাম মুন্না, মো. নূরউদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম। নেতুবৃন্দ মরহুমের আতœার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।