ওসমানীতে ৩২ জনের মৃত্যু : সিলেট কল্যাণ সংস্থার উদ্যোগে পক্ষকাল ব্যাপী কর্মসূচী
আগামী ৩ দিনের মধ্যে ওসমানী হাসপাতালে অনাকাঙ্খিত ভাবে ৩২ জনের মৃত্যুর সুষ্ঠ তদন্ত প্রকাশ না হলে পক্ষকাল ব্যাপী কর্মসূচী
সুরমা টাইমস ডেস্কঃ বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা’র উদ্যোগে ১৪ ফেব্রুয়ারী ২০১৫ শনিবার বিকাল ৩ টায় সংস্থার জিন্দাবাজারস্থ শাখা কার্যালয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টার মধ্যে ১০ নবজাতক শিশু সহ ৩২ জন রোগীর অনাকাঙ্খিত মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা এবং ৩২ জনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলে বক্তারা বলেন হযরত শাহজালাল (রহ:) ও হযরত শাহ পরান (রহ:) এবং শ্রী চৈতন্যের পূন্যভূমি সিলেটের প্রাণকেন্দ্র সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে অনাকাঙ্খিতভাবে অব্যবস্থার কারনে ২৪ ঘন্টার মধ্যে ১০ নবজাতক শিশু সহ ৩২ জনের মৃত্যু আমাদেরকে হতবিহ্বল করেছে। এই অনাকাঙ্খিত মৃত্যু কোনভানে মানা যায় না। এতদ বিষয়ে কর্তৃপক্ষের উদাসীনতা আমাদেরকে আরো অবাক করে। আজ প্রায় ৫ দিন অতিবাহিত হওয়ার পরও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ জন রোগীর মৃত্যুর ঘটনার তথ্য ও রহস্য এখনও উদঘাটিত হয়নি। বিবেকের কাছে চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন জাগায়। বক্তারা বলেন, আগামী ৩ দিনের মধ্যে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অনাকাঙ্খিতভাবে ৩২ জনের মৃত্যুর সুষ্ঠু তদন্ত প্রকাশ না হলে পক্ষকাল ব্যাপী কর্মসূচি গ্রহণ করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পদক শ্রেষ্ঠ যুবসংগঠক পদকপ্রাপ্ত সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে সংস্থার অন্যতম সদস্য বিপ্র দাস বিশু বিক্রমের পরিচালনায় প্রতিবাদ সভায় সংস্থার নেতৃবৃন্দদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ আজিজুর রহমান আজিজ, হাসান তালুকদার সোহেল, মোঃ আখলু মিয়া, মোঃ মুহিনুল হক শিকদার, স্বপন চন্দ্র, মোঃ জহিরুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম, মোঃ মকসুদুল করিম ও মোঃ আনিছুরর রহমান রুমেন। প্রতিবাদ সভা শেষে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ জনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সংস্থার অন্যতম সদস্য মোঃ হাসান তালুকদার সোহেল।