নবীগঞ্জ উপজেলা জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির অনুমোদন লাভ
কালীপদ সভাপতি হিমেল সাধারন সম্পাদক নির্বাচিত
নবীগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয় হিন্দু মসাজ সংস্কার সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন লাভ করেছে। কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ক্ষিরোদ চন্দ্র বর্মন স্বাক্ষারিত বার্তায় নবীগঞ্জ উপজেলা কমিটির অনুমোদন নিশ্চিত করা হয়। অনুমোদনকৃত নবীগঞ্জ উপজেলা কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি কালীপদ ভট্রাচার্য্য,সহ-সভাপতি নারায়ন রায়,সুবিনয় রায় বাপ্পি,সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,সহ-সাধারন সম্পাদক সজল কুমার দাশ,সাংগঠনিক সম্পাদক পবিত্র বনিক,অর্থ সম্পাদক সাধন চন্দ্র দাশ,ধর্ম বিষয়ক সম্পাদক নিতেশ চন্দ্র রায়,সাহিত্য সম্পাদক সলিল বরন দাশ,সমাজসেবা সম্পাদক চারু চন্দ্র দেব,মহিলা সম্পাদক দেবলা রানী দাশ,দপ্তর সম্পাদক অজিত সরকার,প্রচার সম্পাদক শিক্ষক লিটন চন্দ্র রায়,নির্বাহী সদস্যরা হলেন,শিক্ষক শিলাপদ দাশ, পিন্টু রায়,রাখাল চন্দ্র দাশ,রিপ্টু তালুকদার,বিধান চন্দ্র দাশ,গৌরদাশ রায়,বিপুল চন্দ্র দাশ,পার্থ সারথী ঘোষ,সুধীর দাশ,জ্যোতিম্ময় দাশ,সুধীন মোহন দাশ,সুপ্তা দাশ,মঞ্জু দাশ,বিজিত রায়,কানাই লাল দাশ,গনেশ চক্রবর্তী, গোপেশ চন্দ্র দাশ,সন্টু বৈদ্য। অনুমোদিত কমিটির নেতৃবৃন্দ নবীগঞ্জ উপজেলায় হিন্দু ধর্মীয় বিভিন্ন সমস্যার সমাধান ও সমাজ সংস্কারে ভুমিকা পালন করবে।