নবীগঞ্জে ঠাকুর অনকুল চন্দ্রে ১২৭ তম জন্মমহোৎসব পালনে সভা অনুষ্টিত
নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে গয়াহরি সৎসঙ্গ আশ্রমে শ্রী শ্রী ঠাকুর অনকুল চন্দ্রের ১২৭ তম জন্ম মহোৎসব সুন্দর ও সুষ্টভাবে পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা গতকাল মঙ্গলবার রাতে মধ্য বাজারে অনুষ্টিত হয়। উপজেলা সৎসঙ্গেও সভাপতি মৃনাল কান্তি দাশ বাদরের সভাপতিত্বে এতে আলোচনা করেন উপজেলা সৎসঙ্গেও সহ-সভাপতি প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,মৃম্ময় কান্তি দাশ বিজন,সাধারন সম্পাদক রশময় শীল,তাপস বনিক,প্রধান শিক্ষক সজল চন্দ্র দাশ, প্রধান শিক্ষক সুবিনয় পুরকায়াস্থ,নরেশ চন্দ্র দাশ,রাখাল চন্দ্র দাশ,প্রনব চন্দ্র দেব,তনয় কান্তি ঘোষ,সুন্দন দাশ প্রমূখ। সবায় আগামী ১৪ই ফেব্রুয়ারী শনিবার বিভিন্ন অনুষ্টান মালার মধ্য দিয়ে ঠাকুর অনকুল চন্দ্রে ১২৭ তম জন্ম মহোৎসব সুন্দর ও সুষ্টভাবে পালনের জন্য সকলের সহযোগীতা কামনা করা হয়।