সিলেটে ১০২ জন মুক্তিযোদ্ধার সন্তান পেলেন ভারতীয় বৃত্তি
সিলেট বিভাগের ১০২ জন মুক্তিযোদ্ধার সন্তানকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে ভারতীয় সরকার। প্রতিজনকে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়। গতকাল শনিবার দুপুরে ভারতীয় সরকারের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা সন্তানদের হাতে চেক তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের এসিসটেন্স ডিফেন্স এডভাইজার স্কোয়াড্রন লিডার এইচ এস সিধু।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি, সিলেট।
শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে সিলেট বিভাগের চার জেলার (সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ) মুক্তিযোদ্ধার সন্তানরা উপস্থিত হয়ে শিক্ষা বৃত্তি গ্রহণ করেন।
শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি সিলেটের সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অসিত ভট্টাচার্য্য।
সংস্কৃতিকর্মী রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ভারতীয় হাই কমিশনারের অ্যাসিসটেন্স ডিফেন্স এডভাইজার স্কোয়াড্রন লিডার এইচএস সিধু।
প্রধান অতিথির বক্তব্যে এইচএস সিধু বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন আছে, সেটা থাকবে।’
মুক্তিযোদ্ধা সন্তানের শিক্ষাবৃত্তি অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, ‘ভারত সরকার বাংলাদেশের শিক্ষা, সামাজিকসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে আগ্রহী।’
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল প্রমুখ।
রাজনীতিবিদদের মধ্যে উপস্থিত ছিলেন- ধীরেন সিংহ, ইসহাক আলী, আরিফ মিয়া, আব্দুল খালিখ, কমরেড কলমদর আলী, তপন মিত্র, অধ্যাপক রজত ভট্টাচার্য্য, সুব্রত দেব, প্রদীপ দেব, অ্যাডভোকেট বিভাবষু গোস্বামী, ধনঞ্জয় দাস ধনু, লিটন পাল, ভানু লাল দাস, সুজন দেবনাথ, অসিম দেব পাপ্পু, রকি দেব, সুমন দাস, ঝলক রানা তালুকদার প্রমুখ। -বিজ্ঞপ্তি