গণবিস্ফোরণের মাধ্যমে এই সন্ত্রাসের করুণ পরিসমাপ্তি ঘটবে : ১৪ দল, সিলেট
আগামী ৮ ফেব্রুয়ারীর মানববন্ধন সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে গতকাল শুক্রবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ১৪ দল আয়োজিত এক আলোচনা অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন ১৪ দলের সমন্বয়কারী, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান। বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, ন্যাপের সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান, গণতন্ত্রী পার্টির সহ সভাপতি জুনেদুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট মাহফুজুর রহমান।
আরো বক্তব্য রাখেন, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক আরিফ মিয়া, সিলেট জেলা শাখার জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ. কে. এম. কিবরিয়া, মোঃ আহাদ আলী, ওয়াকার্স পার্টির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সিকন্দর আলী, গণতন্ত্রী পার্টির সভাপতি মোঃ আরশ আলী, মহানগর জাসদের সভাপতি জাকির আহমদ, ধীরেন সিংহ, সাম্যবাদী দল কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ গণি, আব্দুল হান্নান, কলমধর, অধ্যাপক জাকির হোসাইন, সিরাজ উদ্দিন, আব্দুল খালিক, প্রদীপ ভট্টচার্য্য, এস এম নুনু মিয়া, তপন মিত্র, আজহার উদ্দিন জাহাঙ্গীর, প্রিন্স বদরুজ্জামান, ফয়জুল আনোয়ার আলোয়ার, গোলাম সোবহান চৌধুরী দিপন, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার, সেলিম আহমদ সেলিম, মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার, সাধারণ সম্পাদক এমরুল হাসান, সহ সভাপতি জিয়াউল হক জিয়া, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা এস এম আলী হোসেন, শাকিল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সচেতন দেশবাসী জামায়াত-বিএনপির এ ধ্বংসাত্মক কর্মকা- প্রতিহত করতে ঐক্যবদ্ধ রয়েছে। গণবিস্ফোরণের মাধ্যমে এই সন্ত্রাসের করুণ পরিসমাপ্তি ঘটবে। প্রেস বিজ্ঞপ্তি