ছাত্রদল নেতা লিটনের বাসায় তল্লাশীর নিন্দা জানিয়েছে সিলেট জেলা বিএনপি
এডভোকেট হাবীব সহ আটক নেতাকর্মীদের মুক্তি দাবী
সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট হাবীবুর রহমান হাবীব, জেলা ছাত্রদল নেতা কায়সান মাহমুদ সুমন, যুবদল নেতা আব্দুল মুক্তাদির খান, খলিল আহমদ, ছাত্রদল নেতা আলমগীর হোসেন ও রোনাল দাস সজীব সহ ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় আটক সকল নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবী জানিয়েছে সিলেট জেলা বিএনপি। একই সাথে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য রাজপথ কাপাঁনো ছাত্রনেতা লিটন আহমদের বাসায় বারবার তল্লাশীর নামে পুলিশী হয়রানীরও তীব্র নিন্দা জানান তারা। নেতৃবৃন্দ বলেন, চলমান গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন নস্যাৎ করতে নিরীহ নেতাকর্মীদের গ্রেফতার করে মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে আটকে রাখা হচ্ছে। ত্যাগী ছাত্রনেতা ও বিএনপি নেতাকর্মীদের বাসা ও অফিসে তল্লাশী চালিয়ে জনমনে আতংক ছড়িয়ে অবৈধ সরকারের শেষ রক্ষা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীকে কোন দলের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যাবহৃত না হয়ে জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জনতার কাতারে শামিল হওয়ারও আহ্বান জানান তারা। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এইসব অন্যায় আচরনের সাথে জড়িতদেরকে জনতার আদালতে জন্য জবাবদিহী করতে হবে।
গতকাল শুক্রবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। বিবৃতি প্রদান করেন- সিলেট জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট নুরুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুল গাফফার, যুগ্ম আহ্বায়ক আবুল কাহের চৌধুরী শামীম, যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক আলী আহমদ,এডভোকেট সামসুজ্জামান জামান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ও যুগ্ম আহ্বায়ক এমরান আহমদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি