লামাবাজারে পেট্রোল বোমার আগুনে পুড়ল লেগুনা
সুরমা টাইমস ডেস্কঃ নগরীর লামাবাজার পয়েন্টে হরতাল-অবরোধ সমর্থকদের পেট্রোলবোমা হামলার স্বীকার হয়েছে একটি হিউম্যান হলার (লেগুনা)। পুলিশ ডিউটিতে যাওয়ার পথে অবরোধ সমর্থকদের ছোঁড়া পেট্রোলবোমা বিস্ফোরণে আগুন ধরে যায় লেগুনাটিতে। পরে স্থানীয় লোকজনের সহায়তার আগুন নেভানো হয়। বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
লেগুনার চালক ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়- পুলিশ ডিউটি করার জন্য সিলেট নগরীর ধোপাদিঘীরপাড় স্ট্যান্ড থেকে লেগুনাটি মিরেরময়দানস্থ পুলিশ লাইনে যাচ্ছিল । লামাবাজার পয়েন্ট যাওয়ার পর ৩-৪টি মোটরসাইকেল কয়েকজন যুবক এসে লেগুনাটির গতিরোধ করে। তারা চালককে নামিয়ে দিয়ে গাড়ীর ভেতর পেট্রোলবোমা ছুঁড়ে মারে। পেট্রোলবোমা বিস্ফোরণে গাড়ীতে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভান তারা। পেট্রোলবোমা হামলার খবর পেয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনার কামরুল হাসান, কোতয়ালি থানার সহকারি কমিশনার একেএম সাজ্জাদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রসঙ্গত বুধবার বিকেলে দক্ষিণ সুরমার পারাইরচকেও পেট্রোলবোমা মেরে একটি ট্রাকে আগুন দেয় দুবৃর্ত্তরা।