বেরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী সম্পন্ন
মিজানুর রহমান ফজলু, ছাতক প্রতিনিধি: ছাতকের গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের বেরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষে বেরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসমাঈল আলী’র সভাপতিত্বে ও বেরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মানিক মিয়া’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলার সদ্য জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল হক, জাকারিয়া, রাহিমা বেগম। বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি রহমত আলী, সাবেক সহ-সভাপতি গিয়াস উদ্দিন, কামরুল ইসলাম, আলতা মিয়া, আইন উদ্দিন, আমির আলী, আবুল কালাম, বজলু মিয়া, লালা মিয়া, কবির আহমদ, শিক্ষিকা রুকেয়া বেগম, নেহার বেগম, ফাতেমা বেগম প্রমূখ। এসময় অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।