হত্যা মামলার আসামী ইউনিয়ন চেয়ারম্যান
জুবের সরদার দিগন্ত, দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্রধান আসামী করে ২০ জনের নামে পহেলা ফেব্রুয়ারী শাল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে, শাল্লা থানার মামলা নং ১। মামলার বিবরণে জানাযায়, সরকারী খাঁস জমি নিয়ে আটগাঁও ইউনিয়ন চেয়ারম্যান ও আটগায়ের বাসীন্দা আব্দুল মতিনের মধ্যে দীর্ঘ দিন থেকে বিরুদ চলে আসছিল। এর জের ধরে গত শনিবার রাতের যেকোন সময় ইউনিয়ন চেয়ারম্যান তার দলবল নিয়ে আব্দুল মতিনের ছেলে জমির আলীকে গুলি করে হত্যা করে নদীতে ফেলে রেখে যায়। গ্রামবাসী সূত্রে জানাযায়, গত রবিবার দুপুরে স্থানীয়রা শর্মা নদীতে একটি লাশ ভাসতে দেখে শাল্লা থানায় খবর দিলে, থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান ঘটনার সত্যাতা স্বীকার করে বলেন, মামলা শুরুর দিন রাতে প্রেমতোষ নামের এক আসীকে গ্রেপ্তার করা হয়েছে।