নবীগঞ্জের গোবিন্দ জিউড় আখড়ার ৩ দিনব্যাপী বার্ষিক কীর্তন উৎসব সমাপ্ত
সকলপেশার মানুষের মিলনমেলায় ভক্তদের উপচেপড়া ভীড়
নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ বাজার কেন্দ্রীয় গোবিন্দ জিউর আখড়ার ৩ দিনব্যাপী বার্ষিক কীর্তন উৎসব গত রবিবার সকালে শেষ হয়েছে। গত শুক্রবার রাত থেকে শুরু হওয়া অনুষ্টানের শেষ হয় গত রবিবার দুপুরে। এতে লীলা কীর্তন পরিবেশন করেন ইন্ডিয়ার মিতা মন্ডল ও তার দল,ব্রাহ্মনবাড়িয়ার তমাশ্রী সম্প্রদায়,খুলনার জয়লক্ষী সম্প্রদায়,সিলেটের রাধারানী সম্প্রদায়,নেত্রকোনার আখি সম্প্রদায়। অনুষ্টানমালায় গতকাল গোবিন্দ জিউড় আখড়ায় হাজার হাজার ভক্তবৃন্দ ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষের মিলনমেলায় পরিনত হয়।
উৎসব কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কেতকী রঞ্জন পালের সভাপতিত্বে অনুষ্টানে উপস্থিত ছিলেন মেজর অবঃ সুরঞ্জন দাশ,কর্নেল অবঃ সি কে দাশ, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,উপজেরা হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মিহির কুমার রায় মিন্টু,সাধারন সম্পাদক কালীপদ ভট্রাচার্য্য, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি নিখিল আচার্য্য, সাধারন সম্পাদক সুখেন্দু রায় বাবুল,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,উপজেলা বিএনপির সাদারন সম্পাদক মুজিবুর রহমান শেফু, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি এডভোকেট সুমঙ্গল দাশ,প্যানেল,মেয়র ছাবির আহমদ চৌধুরী, পৌর কাউস্নিলর রিজভী আহমদ খালেদ,যুবরাজ গোপ,,গোবিন্দ জিউড় আখড়া পরিচালনা কমিটির সভাপতি সুবিনয় কর,সাধারন সম্পাদক নারায়ন চন্দ্র রায়, উৎসব কমিটির সহ-সভাপতি অশোক তরু দাস,মন্টু লাল আচার্য্য,সাধারন সম্পাদক উত্তম কুমার রায়,সাংগঠনিক সম্পদক সাংবাদিক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,অর্থ সম্পাদক শিক্ষক লিটন দেবনাথ,প্রমথ চক্রবর্তী বেনু,ডাঃ সুকেশ দাশ,ডাঃ হরেকৃষ্ণ দাশ,অজিত কুমার দাশ,সঞ্জয় দাশ,বিধান ধর,সাধন চন্দ্র দাশ,হিমাংশু শেখর রায়,রঙ্গ লাল রায়,মৃদুল কান্তি রায়,নিতেশ রায়,পবিত্র বনিক,নৃপেন্দ্র পাল,অসিত বরন পাল,শংকর লাল দেব,দিপক পাল,শংকর পাল,রঞ্জু দাশ,রঞ্জিত চক্রবর্তী নান্টু, নিকুঞ্জ পাল নিখিল,দিলীপ বনিক,প্রভাষক জন্টু চন্দ্র রায়,অমলেন্দু সুত্রধর,অঞ্জন পুরকায়াস্থ,চৌধুরী ফয়সল শোয়েব,গীতিকার জাহাঙ্গীর আলম রানা,নীলকণ্ট দাশ সামন্ত নন্টী,প্রণব চন্দ্র দেব,রতœদীপ দাশ রাজু,লিপ্টু তালুকদার প্রমূখ।