সিলেটে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা গ্রেফতার
সুরমা টাইমস ডেস্কঃ রবিবার ভোর রাতে সিলেটে বিএনপি’র সাবেক এক নেতা ও স্বেচ্ছাসেবক দলের ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছেন জেলা বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম ফারুক (৫৫), স্বেচ্ছাসেবক দল নেতা মনিরুজ্জামান মিজান (২৫) এবং রাসেল আহমদ (২৭)।
দলীয় একটি সূত্র থেকে জানা যায়, রোববার ভোর রাতে জেলা বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম ফারুককে পাঠানটুলাস্থ নিজ বাসা থেকে বিমান বন্দর থানা পুলিশ গ্রেফতার করে। এদিকে কোতোয়ালী থানা পুলিশ নগরীর মেন্দিবাগস্থ নিজ ব্যাবসা প্রতিষ্টান থেকে স্বেচ্ছাসেবক দল নেতা মনিরুজ্জামান মিজানকে এবং মেন্দিবাগ নয়াগাঁও বাসা থেকে রাসেল আহমদকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।