খালেদার কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে
সুরমা টাইমস ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ দিয়েছে ডেসকো। রাত ১০টা ১২ মিনিটে ডেসকোর ৬ কর্মী বিদ্যুৎ সংযোগ সচল করে। এর আগে গত রাত ২টা ৪২মিনিটে ওই কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়। এরপর দেড় ঘণ্টা অন্ধকারে কাটান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। রাত চারটা থেকে জেনারেটর দিয়ে কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। একইভাবে আজ দিনেও সেখানে বিদ্যুতের ব্যবস্থা করা হয়। তবে রাতে জেনারেটর বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ সময় অন্ধকার ছিল ওই কার্যালয়। রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর দিনে ইন্টারনেট, ক্যাবল টিভি সংযোগ এবং মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয়া হয়। এর সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয় সংযোগ না দিলে যে কোন পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে।