হরতাল প্রত্যাহারের আশায় শিক্ষামন্ত্রী
সুরমা টাইমস ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হরতাল ও অবরোধ প্রত্যাহারের জন্য আবারো আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। শনিবার সকালে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।
এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে হরতাল প্রত্যাহারের জন্য বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন, ‘২ ফেব্রুয়ারি থেকে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। কিন্তু পরীক্ষার আগের দিন থেকে টানা হরতাল তাদের চরম আতঙ্কে ফেলে দিয়েছে। শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনা করে হরতাল প্রত্যাহার করুন।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘হরতাল আহ্বানকারীদের অনুরোধ জানিয়েছিলাম। তাই ভেবেছিলাম আমাদের ভবিষ্যৎ বংশধর ১৫ লাখ ছেলে-মেয়ের প্রতি দয়াবান হয়ে তাদের দেয়া হরতাল-অবরোধ প্রত্যাহার অথবা স্থগিত রাখবেন। কিন্তু তারা শোনেননি। তাই আমি আবার এই আশায় আবেদন জানাচ্ছি যে, তাদের কারো না কারো ন্যূনতম মানবিক মূল্যবোধ রয়েছে। এটা জাগ্রত হবে। অন্তত পক্ষে পরীক্ষার দিন তারা তাদের কর্মসূচি স্থগিত করবেন। আমি সেই আশায় তাকিয়ে আছি।’
এর আগে অনেকবার ২০ দলীয় জোটের নেতাকর্মীদের হরতাল ও অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। কিন্তু শিক্ষামন্ত্রী আহ্বানের পরও গতকাল শুক্রবার ২০ দলীয় জোট সারাদেশে হরতালে ডাক দিয়েছে। আগামীকাল রোববার থেকে টানা ৭২ ঘণ্টা হরতাল চলবে।
হরতালে পরীক্ষা পিছানো হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তা আগামীকাল রোববার সিদ্ধান্ত নেয়া হবে।’
এ প্রসঙ্গে শুক্রবার রাতে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান একই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন গনমাধ্যমকে।