গোয়াইনঘাট উপজেলা আ.লীগের কমিটি ঘোষণা
সুরমা টাইমস ডেস্কঃ গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে সম্মেলন শেষে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে মো. ইব্রাহিমকে সভাপতি ও গোলাম কিবরিয়া হেলালকে সাধারণ সম্পাদক পুন:নির্বাচিত করা হয়।
সম্মেলনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী সুফিয়ান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।