ছাতকে ৪০ বছর পর ৫কোটি টাকার ভু-সম্পদ উদ্ধার
মিজানুর রহমান ফজলু, ছাতক প্রতিনিধি: ছাতকে প্রায় ৪০ বছর ধরে হাত ছাড়া হওয়া পৌর শহরে প্রায় ৫কোটি টাকা মূল্যের ভু-সম্পদ উদ্ধার করেছে এক ব্রাম্মন পরিবার। আদালতের রায় নিয়ে বুধবার সকালে ওয়ারিশানদের নাম সম্বলিত স্বত্বাধিকারী সাইনবোর্ড সাটিয়ে নিজেদের দখলে নেয়া হয় এ ভুমি। পৈত্রিকসূত্রে প্রাপ্ত মন্ডলীভোগ (কালীবাড়ী) এলাকার শংকর ভট্টাচার্য্য গংদের মন্ডলীভোগ মৌজার ১.২৩ একর ভুমি দেশে থাকাবস্থায় অর্পিত সম্পত্তির তালিকা ভুক্ত হয়। ছাতক শহরের শহীদ মিনার সংলগ্ন এ ভুমি সরকারী খতিয়ানে থাকলেও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে যুগের পর যুগ। এক পর্যায়ে পরিত্যক্ত এ ভুমি শহরবাসীর খোলা প্রশ্রাবখানা ও ময়লা-আবর্জনা ফেলার স্থানে পরিণত হয়। ২০১১ সালে ভিপি খতিয়ান ভুক্ত ভুমির প্রকৃত মালিক মামলার মাধ্যমে ভুমি উদ্ধারে সরকারী সুযোগ প্রাপ্তির সুবাধে এ ভুমির ওয়ারিশ শংকর ভট্টাচার্য্যরে পূত্র সমির ভট্টাচার্য্য টিপু অর্পিত প্রত্যার্পণ ২০০১ (সংশোধিত ২০১১) এর ১০(১১) অনুযায়ী সুনামগঞ্জ যুগ্ম জেলা জজ আদালতে মামলা দায়ের করেন। প্রায় আড়াই বছর আইনী লড়াইয়ের পর গত ৫ জানুয়ারী বাদী সমির ভট্রাচার্য্য টিপু গংদের পক্ষে রায় প্রদান করেন সুনামগঞ্জ অর্পিত প্রত্যার্পণ ট্রাইব্যুনাল এর যুগ্ম জেলা জজ মাহবুব আলম। বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করেন এড. আবুল হোসেন ও সরকার পক্ষের এড. মর্তুজা আলী। পক্ষে রায় পাওয়ায় বুধবার সকালে সমির ভট্টাচার্য্য টিপু, সজীব ভট্টাচার্য্য, শেখর ভট্টাচার্য্য, শ্যামল ভট্টাচার্য্য, বিধু ভট্টাচার্য্য, বিভু ভট্টাচার্য্য, বিজু ভট্টাচার্য্য, রিগান ভট্টাচার্য্য ও রূপক ভট্টাচার্য্য প্রাপ্তভুমিতে তাদের নাম সম্বলীত সাইনবোর্ড সাটিয়ে দিয়ে ভুমি নিজেদের দখলে নেয়।