ইত্তেফাকের সাবেক উপদেষ্টা সম্পাদকের মেয়ের লাশ উদ্ধার
সুরমা টাইমস ডেস্কঃ রাজধানীর রামপুরার এক বাসা থেকে সাবেক রাষ্ট্রদূত ও ইত্তেফাকের সাবেক উপদেষ্টা সম্পাদক আখতার-উল-আলমের মেয়ের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। ফাহমিদা আখতার নিপুন (৪৫) রামপুরা মহানগর প্রকল্পের একটি বাড়ির পঞ্চম তলার ওই ফ্ল্যাটে একাই থাকতেন। তাকে বৃহস্পতিবার রাতে কোনো এক সময় শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
রামপুরার ওসি মাহাবুবুর রহমান তরফদার জানান, লাশটি মেঝের উপুর হয়ে ওপর পড়ে ছিল। গলায় ছিল মাফলার প্যাঁচানো, হাত-পা ছিল বাঁধা। শুক্রবার সকালে বাড়ির গৃহকর্মী এসে দরজা খোলা পায় এবং লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ওই বাসায় গিয়ে লাশ উদ্ধার করে। ওসি জানান, ফাহমিদার স্বামী ও এক ছেলে বিদেশে থাকেন। তিনি একাই ওই বাসায় থাকতেন।
ফহমিদার বাবা আখতার-উল-আলম আশির দশকের শেষ দিকে ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদকের দায়িত্বে ছিলেন। ১৯৯১ সালে বিএনপি সরকারের সময়ে তাকে রাষ্ট্রদূত করে দুই বছরের জন্য ব্রুনেইয়ে পাঠানো হয়। ২০১০ সালের ২৫ জুন তার মৃত্যু হয়।