দিরাইয়ে এনজিওদের তথ্যে বিভ্রান্ত হচ্ছে গ্রামের সহজ সরল জনগণ
জুবের সরদার দিগন্ত, দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে এএসডি নামক একটি বে-সরকারী সংস্থা ভূল তথ্য দিয়ে গ্রামের সহজ সরল জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানা যায়, এএসডি ও কেয়ার বংলাদেশ দিরাই উপজেলার দিরাই সরমঙ্গল ইউনিয়নে সৌহার্দ্য-২ নামে একটি প্রকল্প বাস্থবায়ন করে আসছে। তারই অংশ হিসেবে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও দুর্যোগ স্বেচ্ছাসেবক দল দিরাই সরমঙ্গল ইউনিয়নের ঝুঁকি ও সম্পদের মানচিত্র ইউনিয়ন পরিষদের সামনে ষ্টিলের ফ্রেমে সুন্দর করে ডিসল্পে করে। বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মানচিত্রটি অনুমোদন করেছেন দিরাই সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং দিরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। মানচিত্রটিতে লিজেন্টের মাধ্যমে ঝুঁকি ও সম্পদ চিহ্নিত করা হয়েছে। ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী ৯ টি ওয়ার্ড নিয়ে একটি ইউনিয়ন গঠিত হওয়ার কথা, কিন্তু মানচিত্র অনুযায়ী দিরাই সরমঙ্গল ইউনিয়ন গঠিত হয়েছে ৯টি ইউনিয়ন নিয়ে। ভূল তথ্য সম্মিলিত মানচিত্রটি গ্রামের সহজ সরল জনগণকে বিভ্রান্ত করে আসছে কয়েক বছর ধরে।