খালেদা জিয়ার উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে বৃহস্পতিবার সিলেট বিভাগে হরতাল
সুরমা টাইমস রিপোর্টঃ সিলেট বিভাগ জুড়ে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদে মঙ্গলবার পৃথকভাবে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার বিএনপি এই হরতালের ডাক দেয়। হরতালের বিষয়টি সুরমা টাইমসকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আজমল বখত সাদেক।
তিনি জানান- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলকভাবে’ মামলা দায়েরের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর সহ সিলেট বিভাগের চার জেলায় (সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট) বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। পৃথকভাবে ৪টি জেলায় এই হরতালের ডাক দেয়ায় ওইদিন পুরো সিলেট বিভাগেই হরতাল পালিত হবে।