বগি লাইনচ্যুত : ঢাকা- সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ
সুরমা টাইমস ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচংয়ে সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তীকা এক্সপ্রেসের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। দুপুর ২ টা ১০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে যাত্রী হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি। এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি পাঘাচং রেলষ্টেশন অতিক্রম করার পরপরই এর পেছনের দিকের ৬ টি বগি লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনটিতে মোট ১১টি বগি ছিলো। পাঘাচং ষ্টেশন মাষ্টার মোস্তফা মিয়া বলেন, দুর্ঘটনার কারন বলতে পারছিনা। পাঘাচং গ্রামের বাসিন্দা মো. আশিকুর রহমান ভূইয়া বলেন, আমার বাড়ি থেকে অল্প দূরে এই দুর্ঘটনা ঘটে। দুপুরে ভাত খাওয়ার সময় হঠাৎ করে বিকট শব্দ শুনে বেড়িয়ে দেখি ট্রেনটি দাড়িয়ে আছে। এর কয়েকটি বগি পূর্বদিকে কাত হয়ে পড়েছে।