নবীগঞ্জে জাকজমকভাবে সহস্রাধিক মন্ডপে দেবী সরস্বতী পুজা অনুষ্টিত
নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার ৩ শত ৫৫ টি গ্রামে প্রায় সহ¯্রাধিক মন্ডপে জাকজমকভাবে বিদ্যাদেবী সরস্বতী পুজা গতকাল রবিবার অনুষ্টিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়ও পারিবারিকভাবে বিদ্যা ও জ্ঞানের অধিষ্টাত্রী দেবী সরস্বতীর পুজা প্রতিবছর অনুষ্টিত হয়। এ উপলক্ষ্যে নবীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন পুজা মন্ডপে সাংস্কৃতিক অনুষ্টান ও ধর্মীয় নাটকের আয়োজন করা হয়। প্রতিটি পুজা মন্ডপে পুজারী ও পুন্যার্থীদের উপছেপড়া ভীড় পরিলক্ষিত হয়। গতকাল রবিবার রাতে পৌর এলাকার কানাইপুর তরুন সংঘ,গোবিন্দ জিউড় আখড়ায় পুস্পাঞ্জলী সংঘ,রুপালী সংঘ,লোকনাথ আশ্রমের সার্বজনীন পুজা সংঘ,শিবপাশা,গয়াহরি,তিমিরপুর, মধ্যবাজার ঐক্যতান পুজাসহ বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন নবীগঞ্জ পৌর সভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। এ সময় তার সাথে ছিলেন নবীগহ্জ ডিগ্রী কলেজের প্রভাষক রেজাউল আলম,উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক ও প্রেস ক্লাবের সদ্য সাবেক সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,বিশিষ্ট ব্যবসায়ী কপিল দাশ সেনাপতি,প্রণয় কুমার পাল,রাজীব রায় প্রমূখ। পরিদর্শনকালে কানাইপুর তরুন সংঘের সভাপতি শ্যামল কুমার পাল,সহ-সভাপতি পংকজ পাল,সাধারন সম্পাদক প্রবীর পাল,যুগ্ম সম্পাদক জীবন ভট্রাচার্য্য,সাংগঠনিক সম্পাদক লিকসন পাল,পরিমল পাল,অর্থ সম্পাদক নারায়ন পাল,সৌরভ পাল,স্বরন ভট্রাচার্য্য,অজয় পাল,ছোটন ভট্রাচার্য্য,অন্তু পাল,গোবিন্দ জিউড় আখড়া পুস্পাঞ্জলী সংঘের সভাপতি ডাঃ নির্মল কান্তি ঘোষ,সাধারন সম্পাদক পলাশ বনিক,টুটন কর,ইমন রায়,সুজয় বনিক,অলক কুড়ি,মিথুন পাল,ঝুটন বনিক,ধ্রুব বনিক,অনিক কর,অলক বনিক,আশিষ বনিক,লিটন চন্দ্র দেব,আপন বনিক,অনিক বনিক,জুশেন দাশ,তনয় দাশসহ পুজারীবৃন্দ অতিথিদেরকে শুভেচ্ছা জানান।