জকিগঞ্জে বিপুল পরিমান ফেন্সিডিল সহ আটক ৩
জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জে বিপুল পরিমান ফেন্সিডিল সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাত নয়টায় জকিগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খাঁনের নেতৃত্বে এসআই আবুল কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে জকিগঞ্জ-আটগ্রাম সড়কের চানগ্রাম এলাকা থেকে ২৬৭ বোতল ফেন্সিডিল ও ঢাকা মেট্রো ১৪-০৬৫৪ প্রাইভেট কার সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটকৃতরা দুজন হলো বিয়ানীবাজারের খাসির সড়ক ভাংনির হাজী কবির উদ্দিনের ছেলে ইকবাল হোসেন লেদু (৩৫) ও শ্রীপুরের আতর আলীর ছেলে ছমির উদ্দিন (২৫)। অপরজন জকিগঞ্জের খলাছড়া ইউপির লোহারমহলের মৃত আব্দুশ শুক্কুরে ছেলে আমান উদ্দিন (২৮)। আটককৃতদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
জকিগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খাঁন জানান, প্রাইভেট কারে ফেন্সিডিল নিয়ে সিলেটে যাবার পথে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে।