জকিগঞ্জে শীত বস্ত্র বিতরণ
জকিগঞ্জ প্রতিনিধিঃ শীতার্ত অসহায় দেড় শতাধিক মানুষের মধ্যে গতকাল শুক্রবার জকিগঞ্জ যুব সমাজ সেবা সংস্থা সিলেট এর উদ্দ্যেগে জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সংস্থার সভাপতি এনাম আহমদ খাঁনের সভাপতিত্বে ও সাধরণ সম্পাদক মো. আসাদ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক মাহতাব উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতি ছালেহ আহমদ সাবু, জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, অর্থ সম্পাদক কাওছার হোসেন, দপ্তর সম্পাদক রুবেল আহমদ, সদস্য বদরুল আলম আফজল, মাহফুজ আলম, জিয়াউর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংস্থার উদ্যেক্তারা আগামীতে আরও বড় পরিষরে এলাকার হতদরিদ্র মানুষের পাশে দাড়াঁনোর প্রত্যাশা ব্যাক্ত করেছেন।