ব্যারিষ্টার এনামুল কবির ইমনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কামাল হোসেন,তাহিরপুর(সুনামগঞ্জ)
বিএনপি জামাত র্কতৃক সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা যুবলীগের আহবায়ক ব্যারিষ্টার এনামুল কবির ইমনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তাহিরপুর যুবলীগ। গতকাল বিকাল ৪ টার সময় উত্তর বড়দল ও বাদাঘাট উত্তর ইউনিয়ন যুবলীগের উদ্ধোগে বিক্ষোভ মিছিলটি উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন শেষে বাজারের মেইন রোডে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখে, উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগের আহবায়ক দুলাল মিয়া, বাদাঘাট ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহ আলম, যুগ্ম আহবায়ক মাসুক মিয়া, জিয়াউর রহমান, হারুন মিয়া, রফিকুল ইসলাম মানিক প্রমুখ। এসময় বক্তারা বলেন, গতকাল বুধবার সকালে বাসা থেকে অফিসের যাওয়ার পথে বিএনপি- জামাতের সন্ত্রাসীরা সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা যুবলীগের আহবায়ক ব্যারিষ্টা এনামুল কবির ইমনের উপর হামলার চালায় এবং উনার গাড়ির গ্লাস ভেঙ্গে ফেলে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তির দাবিতে আইশৃঙ্খলা বাহীনির কাছে আহবান জানান।