আল-ফালাহ ইসলামিক একাডেমিতে ৮ জন এ প্লাস সহ শতভাগ অর্জন
এম এম সামছুল ইসলাম: মৌলভীবাজারের জুড়ী উপজেলার আল-ফালাহ ইসলামিক একাডেমি গোয়ালবাড়ী শাখা থেকে এবারের প্রাথমিক সমাপনি পরিক্ষা (পিএসসি)তে অংশগ্রহণ করে সাফল্যের সাথে ২৮ জনের মধ্যে ৮জন এ প্লাস, অন্যরা এ গ্রেডে উত্তীর্ণসহ শতভাগ ফলাফল অর্জন করেছে। একাডেমির প্রধান শিক্ষক মাওঃ শামছুল ইসলাম জানান, শিক্ষকসহ সকল অভিভাবকমহল সচেতন হওয়াতে এ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। এ প্লাস প্রাপ্তরা হলেন ঃ ১। জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন ও সাহিদা বেগমের মেয়ে তাহমিদা আহমদ, ২। দ্বহপাড়া গ্রামের কবির উদ্দিন মেম্বার ও ফারহানা ইসলামের ছেলে শাহরিয়ার আহমদ, ৩। গোবিন্দপুর গ্রামের মিনার আলী ও স্বপ্না বেগমের ছেলে শাকিব আলী, ৪। গোয়ালবাড়ী গ্রামের মোস্তাকিম আলী ও জাকিয়া সুলতানার ছেলে তানভির আহমদ, ৫। গোয়ালবাড়ী গ্রামের কবির উদ্দিন ও সালমা বেগমের ছেলে রেদোয়ান করিম, ৬। গোয়ালবাড়ী গ্রামের ফৈয়াজ আলী ও রাবিয়া বেগমের ছেলে মাহফুজ আহমদ, ৭। বড়ধামাই গ্রামের মোঃ ফয়জুর রহমান ও শাহানা আক্তারের মেয়ে সাদিয়া ফেরদৌস, ৮। জায়ফরনগর গ্রামের সামছু মিয়া ও স্বপ্না আক্তারের মেয়ে মারিয়া জান্নাত এ প্লাস পেয়েছে। সবাই দোয়া প্রার্থী।