হাতবোমায় আহত কবি নজরুল কলেজ ছাত্রের মৃত্যু
সুরমা টাইমস ডেস্কঃ গত ১৫ জানুয়ারি রাজধানীর বঙ্গবাজার এলাকায় মুখে হাতবোমার আঘাতে আহত কবি নজরুল কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ওই ছাত্রের নাম সাজিদ হোসেন অভি (১৯)।
বুধবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভির মৃত্যু হয়।
কবি নজরুল সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী অভির গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়। সে বাবা-মায়ের সঙ্গে পুরান ঢাকার কলতাবাজারের রোকনপুরে থাকতেন। তার বাবা পেশায় একজন ডিম বিক্রেতা।
উল্লেখ্য, ১৪ জানুয়ারি আনন্দবাজারে কোচিং শেষ করে বঙ্গবাজারের এনেস্কো টাওয়ারের সামনে এলে দুর্বৃত্তদের ছোঁড়া হাতবোমায় সাজিদ গুরুতর আহত হন। বোমায় তার বাম গাল ক্ষত-বিক্ষত হয় এবং বাম চোখ নষ্ট হয়ে যায়।