বিয়ানীবাজারের দুই শতাধিক শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিয়েছে শাহিন খালিক ফাউন্ডেশন
বিয়ানীবাজারের দুই শতাধিক শিক্ষার্থীর শিক্ষা সহায়তায় এগিয়ে এসেছে শাহিন খালিক ফ্যামেলী ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শাহিন খালিক ফ্যামেলী ফাউন্ডেশনের পক্ষ থেকে বার্ষিক বৃত্তি প্রদান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ডিএম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রশিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সদস্য শাহাবুুদ্দিন আহমদের উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন। তিনি তার বক্তব্যে শাহিন খালিক ফ্যামেলী ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে তাদের সহযোগী অব্যাহত রাখার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান মোল্লা ও বিশিষ্ট সমাজসেবী আবুল কালাম।
ছাব্বির আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত বৃত্তি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীণ মুরব্বি গিয়াস উদ্দিন, মতছির আলী, মারুফ আহমদ, আব্দুর আলীম, আহাদুজ্জামান মামুন, ফয়েজ আহমদ, আলী আহমদ, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, ইউপি সদস্য জাকারিয়া আহমদ ময়না, বিধান চক্রবর্তী, খালিকুল ইসলাম চৌধুরী প্রমুখ। আলোচনা সভা শেষে ফাউন্ডেশনের পক্ষ থেকে ডিএম উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত ২১০ জন শিক্ষার্থীর সেশন ফি বাবদ নগদ ২ লক্ষ ৬০ হাজার টাকা বৃত্তি বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি