সবার সচেতনতাই পারে তামাক নিয়ন্ত্রন করতে
এন্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স এর আলোচনা সভায় বক্তারা
তামাক নিয়ন্ত্রনে অগ্রগতি ও বর্তমান অগ্রাধিকার শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, সমাজের প্রত্যেককে যার যার অবস্থান থেকে তামাকের ভয়াবহ ক্ষতি সম্পর্কে সচেতনামূলক কাজ চালিয়ে যেতে হবে। তামাকজাত পন্য সেবন ও ব্যবহার আমাদের প্রত্যেকের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনছে উল্লেখ করে বক্তারা বলেন দেশের কোটি কোটি মানুষের জীবন ধ্বংস করলেও কর্তা ব্যক্তিদের এ ক্ষেত্রে আইনের প্রয়োগ নিয়ে হতাশাজনক। সিগারেট কোম্পানীগুলোর বিজ্ঞাপনী প্রচারনা বন্ধে প্রশাসনকে আরো আন্তরিকতার সাথে কাজ করার প্রতি বক্তারা গুরুত্বারুপ করেন। এন্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মার) সিলেট বিভাগীয় অফিস এর আয়োজনে গতকাল মঙ্গলবার এক আলোচনা সভায় বক্তারা এ সব কথা বলেন। সীমান্কি সিলেট অফিসের আয়োজিত সভায় সীমান্তিক তামাক মুক্ত প্রকল্প সিলেট এর কো অর্ডিনেটর মাসুম বিল্লাহ চেীধুরীর সভাপতিত্বে আলোচনা উন্মোক্ত আলোচসনায় অংশ নেন দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার সিরাজুল ইসলাম, দৈনিক মানব কন্ঠোর সিলেট বুরে্যা প্রধান মনোয়ার জাহান চেীধুরী, সকালের খবর এর সিলেট প্রতিনিধি দীপু সিদ্দিকী, দেনিক সবুজ সিলেট এর বার্তা সম্পাদক ছামির মাহমুদ, আত্মার নির্বাহী সদস্য সাহ সুহেল আহমদ, দৈনিক জালালাবাদ এর স্টাফ রিপোটার আবু বকর সিদ্দিক, দৈনিক সিলেটের ডাক এর স্টাফ রিপেডার্টার সুনিল সিংহ, দৈনিক কালের কন্ঠের জকিগঞ্জ প্রতিনিধি আল মামুন, দৈনিক সিলেটের ডাক এর সুনামগঞ্জ প্রতিনিধি শাহজাহান চেীধুরী, দৈনিক সিলেট তামাক মুক্ত প্রকল্পের এডভোকেসী অফিসার মিজানুর রহমান, মিডিয়া অফিসার মুরাদ বক্্র, প্রজেক্ট অফিসার আব্দুস সালাম, দৈনিক কবালাগঞ্জ বার্তার বার্তা সম্পাদক শাহাব উদ্দিন শিহাব, সবুজ সিলেট এর সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুল কুদ্দুস,সকালে খবর এর স্টাফ রিপোর্টাও আবুল হোসেন সবুজ, প্রমুখ। বিজ্ঞপ্তি