মৌলভীবাজারে কন্যাশিশু হত্যার অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা : কবর থেকে লাশ উত্তোলন
মৌলভীবাজার সংবাদদাতাঃ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় বাবার বিরুদ্ধে কন্যাশিশু খুনের অভিযোগে মামলা হয়েছে। মামলার প্রেক্ষিতে দাফনের ১৭ দিন পর কবর থেকে কন্যাশিশুটির লাশ উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু চৌধুরীর উপস্থিতিতে লাশ উত্তোলন করে মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের কাছাড়ী গ্রামের আরশাদ মিয়ার (৪০) স্ত্রী পিয়ারুন বেগম গত ২৮ নভেম্বর একটি কন্যা সন্তানের জন্ম দেন। কন্যা শিশু জন্ম দেয়ার অপরাধে পিয়ারুন বেগমের উপর নির্যাতন শুরু করেন আরশাদ মিয়া।
৩ জানুয়ারি সকালে স্ত্রীকে মারধরের সময় কোলে থাকা ৩৫ দিনের শিমু তামিয়া আক্তারও গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওইদিনই মারা যায় তামিয়া। পরে আরশাদ মিয়া ও তার পরিবারের লোকজন গ্রামের কবরস্থানে কন্যাশিশুকে দাফন করেন।
এ ঘটনায় পিয়ারুন বেগম বাদী হয়ে রাজনগর থানায় স্বামী আরশাদ মিয়াসহ শ্বশুরবাড়ির ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে আদালত কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দেন।