ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে পথচারী নিহত ॥ ২ ঘন্টা মহাসড়ক অবরোধ
উত্তম কুমার পাল হিমেল , নবীগঞ্জ থেকেঃ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের আউশকান্দি দেওতৈল রাস্তার মুখে সড়ক পারাপারের সময় গতকাল শনিবার সন্ধ্যায় একটি বেপরোয়া ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে তছলিম মিয়া (৭০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছে। খবর পেয়ে উত্তেজিত কয়েক হাজার জনতা প্রায় দু’ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। ঘাতক চালকসহ ট্রাকটি শেরপুর হাইওয়ে পুলিশ আটক করেছে বলে সুত্রে জানাগেছে।
স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের বৃদ্ধ তছলিম মিয়া মাছ তরকারি খরিদ করে স্থানীয় আউশকান্দি বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় ওই দূর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পর পর দ্রুত গামী ট্রাকটি পালিয়ে যাবার সময় শেরপুর হাইওয়ে পুলিশ চালকসহ আটক করে। এদিকে দূর্ঘটনায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যুতে স্থানীয় কয়েক হাজার জনতা মহাসড়কটি অবরোধ করে রাখলে রাস্তার উভয় পাশে শত শত যাত্রীবাহি গাড়ীসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। পরে প্রায় ২ ঘন্টা পর স্থানীয় সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, এ এস পি শৈলেন্দু চাকমা, থানার অফিসার ইনর্চাজ মোঃ লিয়াকত আলী, প্রেস কাবের সহ-সভাপতি এমএ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক সরওয়ার শিকদার, স্থানীয় মেম্বার বদরুল ইসলাম বকুল, সাংবাদিক এম মুজিবুর রহমান, কাচন মিয়া, মুজিবুর রহমান সহ স্থানীয় লোকদের হস্তক্ষেপে বিক্ষোব্ধ জনতা অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।