কোন ষড়যন্ত্রই অবৈধ সরকারের পতন ঠেকাতে পারবে না
অবরোধ চলাকালে জামায়াতের মিছিল-সমাবেশ
সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, কোন ষড়যন্ত্রই অবৈধ সরকারের পতন ঠেকাতে পারবে না। বাংলাদেশে মুক্তিকামী জনতার গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যেতে হবে। আইন-শৃংখলা রাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ রাজনৈতিক প্রতিপ নির্মূলের জন্য যে ধরনের হুমকি-ধামকি প্রদর্শন করছেন তা সফলতার মুখ দেখবে না। জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত বাহিনীর এমন উস্কানীমূলক বক্তব্য প্রমাণ করে তারা একটি গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে নিরীহ বিরোধী নেতাকর্মীদের উপর হামলা-মামলা, গণগ্রেফতার ও নির্যাতনের ষ্টিম রোলার চালাচ্ছে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোন ফ্যাসিষ্ট শক্তি মতায় টিকে থাকতে পারেনি। অবৈধ আওয়ামী সরকারকেও অতীতের স্বৈরাচার সরকারের পরিণতি বরণ করতে হবে। অবিলম্বে মিথ্যা মামলায় কারাগারে আটক সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ ও সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী সহ ২০ দলীয় জোটের সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দাবী জানান তারা।
গতকাল শনিবার ২০ দলীয় জোট আহুত টানা অবরোধ চলাকালে দণি সুরমায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিােভ মিছিল বের করে সিলেট মহানগর জামায়াত। মিছিল পরবর্তী সংপ্তি সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জামায়াত নেতা মাওলানা মুজিবুর রহমান, ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, থানা জামায়াত নেতা এডাভোকেট মকসুদ আহমদ, এডভোকেট আব্দুল খালিক, আব্দুল মুহিত, জাফর আলী, ছাত্রশিবির নেতা মাজহারুল ইসলাম ও জুনায়েদ আল হাবিব প্রমুখ। নেতৃবৃন্দ গণতন্ত্র পুনরুদ্ধারের জাতীয় স্বার্থে ২০ দলীয় জোট আহুত টানা অবরোধ সফলে চলমান সহযোগিতা অব্যাহত রাখার জন্য পরিবহন মালিক, শ্রমিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সর্বস্তরের সিলেটবাসীর প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি