সিলেট ভোলাগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে আজ ১৮ জানুয়ারী মানববন্ধন

আজ রোববার আম্বরখানা টু ভোলাগঞ্জ-দয়ারবাজার পর্যন্ত ৪০ কি:মি: মানববন্ধন

কোম্পানীগঞ্জ উপজেলার সকল নারী জনপ্রতিনিধিদের প থেকে সিলেট-ভোলাগঞ্জ-দয়ারবাজার সড়ক সংস্কারের দাবিতে দুই মাস ব্যাপী কর্মসুচীর অংশ হিসাবে আজ রোববার (১৮ জানুয়ারী) সকাল ১১টায় সিলেট আম্বরখানা থেকে ভোলাগঞ্জ-দয়ারবাজার-ভাটরাই পর্যন্ত ১৭টি স্থানে একই সময়ে ৪০ কি:মি: দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হবে। মানববন্ধন কর্মসূচী সফলের ল্েয গতকাল শনিবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত ১৭টি স্থানে গনসংযোগ ও মত বিনিময় সভা অনষ্ঠিত হয়। সিলেট ভোলাগঞ্জ-দয়ারবাজার সড়ক সংস্কার আন্দোলন ষ্টিয়ারিং কমিটির উদ্যোগে গনসংযোগ ও পৃথক পৃথক সভায় বক্তব্য রাখেন আন্দোলনের আহবায়ক ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা,যুগ্ম আহবায়ক ও কোম্পানীগঞ্জ প্রেসকাবের সভাপতি সাংবাদিক আবুল হোসেন, চেয়ারম্যান বাবুল মিয়া, এখলাছুর রহমান, সামছু মিয়া চৌধূরী অধ্যাপক মুর্শেদ আলম, সদস্য সচিব সাংবাদিক শাব্বির আহমদ, যুগ্ম সচিব অধ্য শাকির উদ্দিন, প্রচার সচিব ও কোম্পানীগঞ্জ প্রেস কাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অর্থসচিব, কোছাপ সভাপতি আনোয়ার হোসেন, সহ প্রচার সচিব সাংবাদিক দিলোয়ার হোসেন, সদস্য শ্রমিক নেতা শেখ তোফায়েল আহমদ শেপুল, ছাত্র নেতা নাসির উদ্দিন, অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন আম্বরখানা শাখার সভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন, ধোপগুল পাথর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আমিন উদ্দিন, গোয়াইনঘাট প্রেসকাবের সাধারন সম্পাদক আব্দুল মতিন, শ্রমিক নেতা আজাদ আহমদ, প্রধান শিক শওকত উদ্দিন, দিলীপ কুমার, শিক ইসহাক আহমদ, সাজ্জাদুর রহমান, ব্যবসায়ী আব্দুল হাসিব, নিজাম উদ্দিন, আব্দুল বারিক, যুবলীগ নেতা ফরহাদ হোসেন, শৈলেন চন্দ্র নাথ, যুবনেতা রুমান আহমদ, প্রধান শিক জয়নাল আবেদিন, ব্যবসায়ী ্ৈজইন উদ্দিন, রিয়াজ উদ্দিন, ফজলু মিয়া, শফিক আহমদ, শ্রমিক নেতা মনফর আলী, আব্দুুল হাসেম, ছাত্রনেতা সোহেল আহমদ, যুবনেতা এনামুল হক, ওয়াসকুরুনি, আব্দুল বাছির, মাসুক রানা, সুলাইমান, জিয়াউর রহমান অলি প্রমুখ।
মত বিনিময় সভায় বক্তারা মানব বন্ধন কর্মসূচী সফল করার জন্য সিলেট, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট এলাকার সর্বস্তরের জনগনের প্রতি আহবান জানান। সকাল ১১টায় একই সময়ে ১৭টি স্থানে মানব বন্ধন অনুষ্ঠিত হবে। স্থানগুলো হচ্ছে আম্বরখানা সিএনজি ষ্ট্যান্ড, ধোপাগুল শহীদ মিনারের সম্মুখে, সালুটিকর পয়েন্টে, পিয়াইগুল হাইস্কুলের সামনে, বর্নি পয়েন্ট, তেলিখাল হাইস্কুল এর সামনে, থানাসদর পয়েন্ট, লাছুখাল বাজার, টুকের বাজার সিএনজি ষ্ট্যান্ড, পাড়–য়া কলেজের সামনে, ভোলাগঞ্জ ধলাই সেতুর সামনে, কলাবাড়ী হাইস্কুল এর সামনে, দয়ারবাজার পয়েন্ট ও ভাটরাই হাইস্কুল এর সামনে। বিজ্ঞপ্তি