হরতাল চলাকালে দক্ষিণ সুনামগঞ্জ নোয়াখালী বাজারে বিএনপি অঙ্গসংগঠনের মিছিল সমাবেশ
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখা, জোটের শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদে ২০ দলীয় জোট আহুত সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে মিছিল সমাবেশ করেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকালে স্থানীয় নোয়াখালী বাজারে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহনে অনুষ্ঠিত মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবন্দ বলেন, চলমান গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বাধাগ্রস্থ করতেই দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। উপজেলা বিএনপি নেতা আবদাল আহমদ সহ বিভিন্ন নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। নিরীহ নেতাকর্মীদের বাসাবাড়ীতে পুলিশী তল্লাশীর নামে হয়রানীর তীব্র নিন্দা জানান তারা।
উপজেলা বিএনপি নেতা সিরাজ আহমদ-এর সভাপতিত্বে ও যুবদল নেতা রাহেল আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াত নেতা ডাঃ সৈয়দ আহমদ, উপজেলা বিএনপি নেতা বাবু অজিত দাশ, বাবু সমিরন দে, বিএনপি নেতা মোঃ জসিম উদ্দিন, জামায়াত নেতা তৈয়ব আলী, বিএনপি নেতা এনামুর রশিদ ইমন, বাবুল মিয়া, সফিকুল ইসলাম, আব্দুল মতিন, মনজুর আলাম, ফারুক মিয়া, ইয়াহিয়া প্রমুখ । বিজ্ঞপ্তি