একটি মানবিক সাহায্যের আবেদন

Saifur Rahmanহবিগঞ্জের উপজেলার মাধবপুরের চৌমুহনী ইউনিয়নের পশ্চিম কমলপুরের দরিদ্র বিধবা শেফালি বেগমের চার মাসের পুত্র সাইফুর রহমান। যার পিটের নিচে জন্ম থেকেই ভয়ঙ্কর টিউমার ।যার কারণে সে স্বাভাবিক ভাবে ঘুমাতেও পারে না,তাকে উপুত হয়ে ঘুমাতে হচ্ছে । টিউমারটি ক্রমেই বড় হচ্ছে । গত ৬ই জানুয়ারি তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে সেখানকার শিশু সার্জন বলেন,টিউমারটির সাথে নার্ভসেল অর্থাৎ ব্রেইনের সংযুক্তি রয়েছে। তারা ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জন বিভাগে নিয়ে দ্রুত অপারেশন করানোর পরামর্শ দেন। এদিকে এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণে এ পর্যন্ত প্রায় ৬হাজার টাকা সংগ্রহ হয়েছে। চাকায় নিয়ে অপারেশন করাতে কমপক্ষে ৪০ হাজার টাকা প্রয়োজন। সাইফুররে অসহায় পরিবার দেশবাসীর নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন।

সাহায্যের পাঠাতে যোগাযোগ:
মুজাহিদ মসি
০১৭১৭৫৩৪২২২