সাবেক এমপি ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এম এম শাহীনের বিবৃতি
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহবানে বিএনপির নেতৃত্বাধীন চলমান আন্দোলনে আরও সক্রিয় হয়ে শান্তিপূর্ণ কর্মসূচী পালনের আহবান জানিয়েছেন সাবেক এমপি ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এম এম শাহীন। তিনি এক বিবৃতিতে তার নির্বাচনী এলাকা কুলাউড়া-কমলগঞ্জ আসনের নেতাকর্মী, মৌলভীবাজার জেলাবাসী ও সিলেট বিভাগের নেতাকর্মীদের প্রতি এ আহবান জানান। তিনি বিবৃতিতে আরও বলেন, এ অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আজ জনগণ সোচ্ছার হয়েছে। দেশের ভবিষ্যৎ ও জনগণের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে চলমান অবরোধ কর্মসূচী জনগণকে সাথে নিয়েই চালিয়ে যাওয়া হবে। আশাবাদী এ আন্দোলন সফল হবে এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন অগনতান্ত্রিক সরকারের পতন হবে।