নবীগঞ্জের পল্লীতে মুক্তিযোদ্ধা পরিবারকে ভুমি থেকে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ দায়ের
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ নবীগঞ্জের পল্লীতে প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারকে সরকারী বন্দোবস্তকৃত ভুমি থেকে উচ্ছেদের পায়তারা করছে কিছু দখলবাজ প্রভাবশালী মহল। তার ঐ পরিবারকে ভুমি থেকে উচ্ছেদ না হলে প্রাণনাশের ও হুমকি দিয়েছে। নিরুপায় হয়ে ঐ পরিবারের লোকজন নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা সুবোধ দাশের স্ত্রী শান্তি রানী দাশ দীর্ঘদিন যাবত সরকারী ভুমি দলিল মুলে মুক্তিযোদ্ধার পরিবারের নামে বরাদ্দ হওয়ায় মৌজা মাধবপুর,জে,এল নং ১২,দাগ নং ৫৯,খতিয়ান নং ০১ এ প্রায় ৬০ শতক চারা ও ডোবা রকম ভুমি দীর্ঘদিন যাবত পরিবার পরিজন নিয়ে ভোগ করে আসছেন। নিরীহ সংখ্যালঘু ঐ পরিবারের সদস্যদের নিরীহ থাকার সুবাধে ভুমি টুকু কিছু দখলবাজরা জোর পূর্বক দখলের চেষ্টা করে আসছে। গত বুধবার সকালে প্রয়াত মুক্তিযোদ্ধা সুবোধ দাশের পুত্র সুবিনয় দাশ তাদের চারা ভুমিতে কাজ করতে গেলে পাশ্ববর্তী রামপুর গ্রামের আব্দুল হক(৩৭),নাজিমুল হক(২৫),ইসলাম উদ্দিন(৫৫)সহ আরো কিছু দখলবাজ লোক লাটিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ভুমি দখল করার জন্য তাদেরকে কাজ করতে বাধা দেয়। প্রানভয়ে মুক্তিযোদ্ধার পরিবারের লোকজন সেখান থেকে চলে আসে। বিবাদীরা এ সময় তাদের ডোবায় থাকা মাছ ধরে নিয়ে যাবে এবং ভুমি থেকে সরে না গেলে প্রাননাশের ও হুমকি দেয়। নিরুপায় হয়ে প্রয়াত মুক্তিযোদ্ধা সুবোধ দাশের স্ত্রী শান্তি রানী দাশ বিবাদীদের বিরুদ্ধে গত বুধবার নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ঐ অসহায় পরিবারের লোকজন।