নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরিতে ঠাকুর অনকুল চন্দ্রের সৎসঙ্গ আশ্রমে বনভোজন উৎসব পালিত

pic nabiganj sathsangনবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে ঠাকুর অনকুল চন্দ্রে বনভোজন উৎসব গতকাল শুক্রবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্টান মালার মধ্য দিয়ে গয়হরি সৎসঙ্গ আশ্রম কেন্দ্রে অনুষ্টিত হয়। অনুষ্টান মালার মধ্যে ছিল,সমবেত প্রার্থনা,বিশ্বশান্তি কামনায় নামজপ,গ্রন্থাদি পাঠ,আলোচনা,বিভিন্ন প্রতিযোগীতা,র‌্যাফেল ড্র,পুরস্কার বিতরন। নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সভাপতি মৃনাল কান্তি দাশ বাদলের সভাপতিত্বে এবং সহ-সভাপতি প্রভাষক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় পুরস্কার বিতরন অনুষ্টানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র ছাবির আহমদ চৌধুরী, প্যানেল মেয়র যুতিকা রানী দাশ, পৌর কাউন্সিলর যুবরাজ গোপ । এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সৎসঙ্গের সহ-সভাপতি মৃম্ময় কান্তি দাশ বিজন, সাধারন সম্পাদক রশময় শীল,প্রধান শিক্ষক সজল চন্দ্র দাশ, প্রধান শিক্ষক সুব্রত কুমার দাশ, প্রধান শিক্ষক নান্টু লাল দাশ, প্রধান শিক্ষক অনিমেষ দাশ, শিক্ষক সুমন তালুকদার,ইরেশ চন্দ্র গোপ,বিধু ভুষন গোপ, মনি শংকর সরকার, সুবিনয় দাশ,নয়ন দাশ, দিপন দাশ, জয়হরি দেব, নয়ন গোপ, নয়নমনি সরকার, সুমন দাশ প্রমূখ।অনুষ্টানে বিভিন্ন প্রতিযোগীতায় ১১টি ইভেন্টে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে বিজয়ী মোট ৩৩ জনের মাঝে পুরস্কার বিতরন করা হয় ।