জকিগঞ্জে বাস পুড়ানোর ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১
জকিগঞ্জ প্রতিনিধিঃ জকিগঞ্জের আটগ্রামের নোয়াগ্রাম স্কুলের সামনে বুধবার রাত ৯টায় যাত্রবাহী বাস পুড়ানোর ঘটনায় গাড়ীর চালক দুলাল আহমদ বাদী হয়ে বুধবার রাতে ৬ জনের নাম উল্লেখ করে ও ৩৫ জনকে অজ্ঞাত আসামী করে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল কাসেম উপজেলার চৌধুরী বাজারে অভিযান চালিয়ে বাস পুড়ানোর মামলায় এজাহারভূক্ত আসামী কাজলসার ইউপি জামায়াতের সেক্রেটারী আব্দুর রশীদ (৩৪) কে আটক করেছেন। মামলা সূত্রে জানাগেছে বুধবার রাতে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা দেশীয় অস্ত্রসস্ত্র ও লাটিসোটা নিয়ে ‘মুক্তা এন্টার প্রাইজ-১’ গাড়ীর গতিরোধ করে যাত্রীদের উপর হামলা চালিয়ে পেট্রোল ঢেলে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।