সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়ক পূণঃনির্মানের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়ক পূণঃনির্মাণের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছেন সিলেট-কোম্পানীগঞ্জ উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুল হক রড, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় শ্রেষ্ঠ যুব সংগঠক প্রদকপ্রাপ্ত মোঃ এহছানুল হক তাহের, সিলেট-কোম্পানীগঞ্জ উন্নয়ন পরিষদের আহ্বায়ক মোঃ আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব মোঃ হাবিবুল্লাহ জাবেদ, যুব সংগঠক নাজমুল হাসান আনসার, দক্ষিণ রনিখাই সমাজকল্যাণ সংসদের আহ্বায়ক মোঃ হিফজুর রহমান, মানবাধিকার কর্মী মোঃ সালেহ আহমদ, সমাজ কর্মী মোঃ তালেব হোসেন তালেব, বিপ্রদাস বিশু বিক্রম, জহিুরুল ইসলাম জহির, ছাত্রলীগ নেতা এখলাছুর রহমান, সাচ্চা মিয়া মোস্তাকিন, শিব্বির আহমদ, প্রমুখ।
স্মারকলিপিতে নেতৃবৃন্দরা উল্লেখ করেন, প্রাকৃতিক সম্পদে ভরপুর সিলেটের ঐতিহ্যবাহী কোম্পানীগঞ্জ উপজেলায় দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারী ভোলাগঞ্জে অবস্থিত। কিন্তু এই পাথর কোয়ারীর একমাত্র যাতায়াত সড়ক সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ দীর্ঘদিন ধরে চলাচলে অনুপযুক্ত হয়ে পড়েছে। পাশাপাশি এখানে বসবাসরত পৌনে ২ লক্ষ মানুষের জন্য বর্তমানে এ মহাসড়কটি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। ৩৭ কিলোমিটার দীর্ঘ মহাসড়কটির বেহাল দশা চোখে না দেখলে বিশ্বাস করার মত নয়। মহা সড়কটির প্রায় ৯০শতাংশ জায়গা বিশাল গর্ত ও খানাখন্দে ভরপুর। মহাসড়কটি এখন বিধ্বস্ত জনপদে পরিণত হয়েছে। ভোলাগঞ্জ থেকে যাত্রী পরিবহণ তো দূরের কথা পাথর পরিবহণও অত্যধিক ঝুকিপূর্ণ হয়ে উঠেছে। মহাসড়কটি যেন দেখার কেউ নেই। প্রায়ই এসব গর্তে বিভিন্ন রকমের পাবলিক পরিবহণ ও পাথর বোঝাই ট্রাক দেবে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসব যানজটে আটকা পড়ে শত শত ট্রাক ও যাত্রীবাহী বিভিন্ন যানবাহন, ফলে জনগণকে পোহাতে হয় চরম দূর্ভোগ। এই অবস্থা থেকে বৃহত্তর কোম্পানীগঞ্জবাসী পরিত্রাণ চায়। বিগত প্রায় ১ যুগ ধরে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটির করুণ দশা। তাই সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কটি পূণ: নির্মাণে আমরা কোম্পানীগঞ্জবাসী মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। বিজ্ঞপ্তি