সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান
গতকাল বিকেলে সিলেট মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বরাবরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব মো. ওমর ফারুক চৌধুরীর বাসায় বোমা হামলার প্রতিবাদে এক স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়- ‘বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের অব্যাহত দেশব্যাপী সন্ত্রাসী কার্যকলাপের অংশ হিসেবে গত ৪ জানুয়ারি রবিবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ার রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশ যুবসমাজের অহংকার ও প্রিয় মুখ আলহাজ্ব মো. ওমর ফারুক চৌধুরীর ঢাকাস্থ ধানম-ির বাসায় বিএনপি-জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা বোমা হামলা করে। তাই বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব মো. ওমর ফারুক চৌধুরীর বাসায় হামলাকারী বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে জোরদাবি জানাচ্ছি।’
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার, যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ সেলিম, সদস্য- সৈয়দ গুলজার আহমদ, সুবেদুর রহমান মুন্না, এড. লিটন মিয়া, ফয়সল আজাদ খান, ফারুক আহমদ, আনিসুর রহমান তিতাস, রাহেল আহমদ চৌধুরী, সুলতান আলী মনসুর, আবিদুর রহমান শিপলু, ইমামুর রহমান লিটন, রিমাদ আহমদ রুবেল, কিশোর ভট্টাচার্য্য জনি, সাবেক ছাত্রনেতা অনোয়ার হোসেন, সাকারিয়া হুসেন শাকিল, ইমদাদ হোসেন ইমু, রফিকুল আলম চৌধুরী বাবু প্রমুখ। -বিজ্ঞপ্তি